সুন্দরবনের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় ৫ জেলেকে গ্রেফতার করেছে বন বিভাগ।
শনিবার দিবাগত রাতে নৌকা, জাল ও বিষসহ তাদেরকে আটক করে বন বিভাগ। এরা হলো, মংলার জয়মনি এলাকার জাকির জমাদ্দার (৩০), রামপাল উপজেলার জিল্লুর রহমান (২৮), মো. ফিরোজ (৩৫) ও হাওরাদার মতলব (৩৫)।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই স্টেশনের প্রধান কর্মকর্তা (এসিএফ) খলিলুর রহমান বাংলানিউজকে জানান, বন আইন না মেনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় পৃথক অভিযান চালিয়ে সুন্দরবনের চরাপুঁটিয়া ও মংলার জয়মনি এলাকা থেকে তাদেরকে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ২টি কাঠের নৌকা, ৮ বোতর বিষ (কীটনাশক রেডট্টি ৫) ও ১টি ভেনতিজাল উদ্ধার করা হয়। এ ব্যাপারে মৎস্য নিধন ও বনআইনে পৃথক দু’টি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
রোববার সকাল ১০টায় গ্রেফতারকৃতদের খুলনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
০৪ আগস্ট ২০১৩ :: উপজেলা নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।