শনিবার ভোরে কোস্টগার্ড পশ্চিমজোন সুন্দরবন থেকে মুক্তিপণের দাবিতে জলদস্যু হাতে অপহৃত দুই জেলে সহ অস্ত্র উদ্ধার করেছে ।
কোষ্টগার্ড মংলা সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, শুক্রবার দুপুরে সুন্দরবনের নাড়িকেল বাড়িয়া এলাকা থেকে দুই লাখ টাকা মুক্তিপনের দাবিতে ২৫ জেলেকে অপহরণ করে দস্যু রেজাউল বাহিনী। এ খবরে জলেদের উদ্ধারে অভিযানে নামে কোস্টগার্ড।
সুন্দবনের কলাগাছিয়া এলাকায় রেজাউল বাহিনী অবস্থান করছে এমন খবরে শুক্রবার গভীর রাতে অভিযান চালায় কোষ্টগাড। এক পর্যায় শুক্রবার রাত ২ টা থেকে দস্যুদের সাথে বন্দুক যুদ্ধ শুরু হয়। সকাল ৮.৩০ পর্যন্ত উভয় পক্ষের মধ্যে অর্ধশতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়।
এক পর্যায়ে দস্যুরা বনের গহিনে পালিয়ে গেলে দুই জেলে খুলনার কয়রা উপজেলার সাবির হোসেন(৪৫) ও সাতক্ষীরার শ্যামনগর এলাকার আবুল কালামকে(৩২) তারা উদ্ধার করে।
পরে দস্যুদের আস্তানা তল্লাশী চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় দস্যুদের ব্যবহৃত ১ টি পিস্তল, ৩ টি সটগান, ২ টি এক নালা বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে তারা দুটি বোট সহ দস্যুদের ব্যবহৃত বিপুল পরিমান দ্রব্যদি উদ্ধার করে তারা।
উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য দ্রব্যদি খুলনার কয়রা থানায় হস্তান্ত করা হবে বলে তিনি জানান।
বাগেরহাট ইনফো ডটকম।।