সুন্দরবন সংলগ্ন উপজেলা বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলার সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্থ প্রায়। দির্ঘ্য দিন সংস্কারের অভাবে যান চলাচলের অনউপযোগি হয়ে পড়েছে এই আঞ্চলীক মহাসড়কটি।
মোরেলগঞ্জ শরণখোলার মধ্যকার ২৫ কিলোমিটার সড়কে কয়েক হাজার ডোবা নালার ফলে গোটা সড়ক এখন পরিনত হয়েছে চোরাবালিতে।
প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা। যেখানে সেখানে যানবাহনের চাকা বসে যাচ্ছে। বিকল হচ্ছে গাড়ি ফলে আতঙ্কে থাকছে যাত্রীরা।
খানাখন্দে পূর্ণ এ সড়কটি বর্তমান অবস্থা পদ্মার ঢেউকে স্মরন করিয়ে দেয় যাত্রীদেরকে। যেন নৌকার মত দুলতে থাকে গাড়ি। আর চলতি বর্ষা মৌসুমে কেন্দ্র করে জনগনে দুর্ভোগ ও ঝুকি বেড়েছে বেশী কয়েক গুন।
শরণখোলা বাস মালিক সমিতির দেওয়া সুত্র মতে, শরণখোলা থেকে প্রতিদিন ১০টি দুর পাল্লার পরিবহন সহ মোরেলগঞ্জ-শরণখোলা সড়কে প্রতিদিন চলাচল করে ৩০ থেকে ৩৫টি লোকাল বাস। সড়কের দূর্দশার কারণে পরিবহনসহ স্থানীয় সকল যানবাহনের মত প্রান ওষ্ঠাগত হয়ে উঠেছে এখান কার যাত্রীদের।
বর্তমান সরকারের তরফ থেকে এ সড়কটি উন্নয়নের ঘোষনা থাকলেও বাস্তবে তার প্রতিফলন হয়নি। ঘোষনা অনুযায়ী সাইনবোর্ড থেকে বগী পর্যন্ত ৫৩ কিঃমিঃ রাস্তার কাজ গত ফেব্রুয়ারি মাসে শুরু হবার কথা থাকলেও অর্থের অভাবে মোরেলগঞ্জ থেকে শরণখোলা পর্যন্ত ২৫কিঃ মিটার রাস্তা এ কাজের আওতায় পড়েনি।
আর নির্মানাধীন সড়কের কাজও চলছে ঢিলে তালে। ফলে এনিয়ে দিন দিন খোব বাড়ছে স্থানীয়দের। মোরেলগঞ্জ-শরণখোলার সাড়ে পাঁচ লক্ষ মানুষ অচিরে সড়কটি সংস্কারের জন্য সদয় দৃষ্টি কামনা করছে।