বনকর্মীদের কাজের গতি ও বন ব্যবস্থাপনার আধুনিকায়নের জন্য সুন্দরবনকে শিগগির গ্লোবাল পজিশনিং সিষ্টেমের (জিপিএস) আওতায় এনে ডিজিটালাইজড করা হচ্ছে।
এই পদ্ধতিতে বনকর্মীদের কাজের গতি বিধি স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
এ পদ্ধতি সম্পর্কে ধারণা দিতে মঙ্গলবার সকাল থেকে সন্দরবনের চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে তিন দিন ব্যাপী বনরক্ষীদের প্রশিক্ষন প্রদানের কাজ শুরু হয়।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মোঃ খলিলুর রহমান জানান, ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় “সিলস”(ইনভারমেন্টাল এন্ড লাইভিহুড সি ব্রোটি) প্রজেক্টের মাধ্যমে সুন্দরবন রক্ষায় দ্রুতই এই প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে।
এ প্রকল্প পুরোদমে শুরু হলে সুন্দরবন জলদস্যু, বনদস্যু, চোরা শিকারী, গাছপাচারকারী ও অবৈধ জেলে-বাওয়ালীদের হাত থেকে সুন্দরবন রক্ষা পাবে বলে তিনি উল্লেখ করেন ।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা চৌধুরী আমির হোসেন বাগেরহাট ইনফোকে জানান, এই পদ্ধতি চালু হলে সুন্দরবনে টহলরত বনকর্মিদের সাথে থাকবে একটি করে আধুনিক যন্ত্র। যার মাধ্যমে তাদের গতিবিধি রেকর্ড হবে। যা বনবিভাগের উর্ধতন কর্মকর্তা তাৎক্ষণিক স্যাটেলাইলের মাধ্যমে পর্যাবেক্ষণ করতে পারবে।
৩০ জুলাই ২০১৩ :: ইনজামামুল হক, নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।