মংলা বন্দর থেকে কোষ্টগার্ড ৮৪ ব্যারেল জ্বালানি তেল (ফার্নেস ওয়েল) উদ্ধার করেছে।
কোষ্টগার্ড জানায়, বিদেশী জাহাজ থেকে এই জ্বালানি তেল পাচারের উদ্দেশ্যে মংলা বাজারে আনা হচ্ছিল।
মংলাস্থ কোষ্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার মহিউদ্দিন জানান, গোপন সংবাদে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে মংলা শহরের মামারঘাট এলাকায় বিদেশী জাহাজ থেকে পাচার করে আনা (৮৪ ব্যারেল) জ্বালানি তেল (ফার্নেস ওয়েল) কোস্টগার্ড আটক করে।
জব্দ করা ২১ হাজার লিটার (৮৪ ব্যারেল) ফার্নেস ওয়েল মংলা কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য পনের লক্ষাধিক টাকা।
এদিকে, শুক্রবার সকালে কোস্টগার্ডের পক্ষে পেটি অফিসার মহিদুল ইসলাম বাদী হয়ে মংলার শিপিং ব্যবসায়ী মাহবুবুর রহমান মানিককে আসামী করে মংলা থানায় মামলা করেছে।
জানা গেছে, মাহবুবু রহমান মানিক মংলাপোর্ট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক।
এ ব্যাপারে বিএনপি নেতা মাহবুবু রহমান মানিকের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে করে বলেন, আটক কৃত তেলের বৈধ কাজপত্র রয়েছে।
বাগেরহাট ইনফো ডটকম।।