বাগেরহাটের চিতলমারী উপজেলার শান্তিপুর গ্রামের একটি পুকুর থেকে বুদবুদ আকারে গ্যাস উঠছে বলে স্থানিয়রা দাবী করেছেন।
গ্যাস ওঠার খবরে স্থানটি দেখার জন্য প্রতিদিন সেখানে ভিড় করছে উৎসুক লোকজন। অনেকে আবার গ্যাসের উপস্থিতি নিশ্চিত হবার জন্য দিয়াশলাই এর কাঠিতে আগুন জ্বালিয়ে পরীক্ষা করছে।
সরজমিন ঘুরে দেখা যায়, চিতলমারী উপজেলার শান্তিপুর গ্রামের সতীশ চন্দ্র মণ্ডলের বাড়ির একটি পুকুর থেকে অনর্গল গ্যাস সাদৃশ্য বুদবুদ উঠছে।
এ বিষয় সতীশ মণ্ডলের স্ত্রী উষা রাণী আমাদের জানান, বহুদিন ধরে তাদের পুকুরের বিভিন্ন স্থান থেকে বুদ বুদ করে গ্যাস বের হয়। প্রথমে কেউ এটি নিয়ে কথা না বললেও সম্প্রতি সময়ে লোকজনের মধ্যে জানাজানি হলে এখন প্রতিদিন এলাকার লোকজন ওই পুকুরটি দেখতে আসছে।
স্থানীয় সমাজ সেবক মনিন্দ্র নাথ বোস ঐ স্থানে গ্যাস মজুত আছে কি না বিষয়টি নিশ্চিত হবার জন্য প্রশাসনের লোকজনের দ্রুত পরীক্ষা করে দেখা দাবি জানান।
এ ব্যাপারে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুলু বিলকিস বানু বাগেরহাট ইনফোকে জানান, তিনি স্থানীয়দের মাধ্যমে গ্যাস পাওয়ার খবর শুনেছেন। স্থানটি পরিদর্শন করার পর এব্যপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে বলে উল্লেখ করেন।
বাগেরহাট ইনফো ডটকম।।