বাগেরহাট-চিতলমারীর সড়কের পাঁচপাড়া এলাকায় নির্মিত ব্রিজের সংযোগ সড়ক মাসের পর মাস সংস্কার না করায় সাধারণ মানুষের দূরর্ভোগ চরমে। চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে জনসাধারণকে।
কালভার্টের কাজ শেষ হয়েছে প্রায় দুই মাস কিন্তু সংযোগ সড়কের নির্মান কাজ শুরু না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় কালভার্টের পাশে নির্মিত বিকল্প বাইপাস সংযোগ সড়ক বৃষ্টিতে কর্দমাক্ত হওয়ায় চরম বিপাকে পড়ছেন যাত্রীরা।
বৃষ্টির কারণে পথটি কর্দমাক্ত ও খানাখন্দময় হয়ে পড়ায় চরম ঝুঁকিনিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে চিতলমারী-মোল্লাহাট উপজেলার কয়েক হাজার মানুষ। অহরহ ঘটছে দুর্ঘটনা।
সরেজমিনে ঘুরে জানা গেছে, পাঁচপাড়া কালভার্টের সংযোগ সড়ক না থাকায় খানাখন্দে ভরা পার্শবর্তী সংযোগ সড়ক দিয়ে ঝুকি নিয়ে চলছে যানবাহন। আর পরিবহন ও বাগেরহাট থেকে চিতলমারীগামী যাত্রীবাহী বাস গুল অধিক অংশ সময় সব তাদের যাত্রীদের নামিয়ে দিচ্ছে সড়কের এ স্থানে।
গত কয়েক সপ্তাহ ধরে এ অবস্থার ফলে ওই পথে চলাচলকারী পরিবহনসহ সাধারণ মানুষ চরম বিড়ম্বনার শিকার হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ কালভার্ট নির্মাণকারী ঠিকাদার যায় না সেখানে সেই সাথে সড়ক ও জনপথ বিভাগের লোকজনও নিচ্ছেনা কোন খোঁজ।
স্থানীয় বাসিন্দা বাচ্চু বিশ্বাস জানান, এক মাসেরও বেশি সময় হয়েছে পাচপাড়া কালভার্টটি নির্মিত হয়েছে কিন্তু সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় পাশের রাস্তা দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। খানাখন্দ ও কাদা মাটি একাকার হয়ে সংযোগ সড়কের বেহাল দশা হলেও কর্তৃপক্ষ কোন উদ্যোগ নেই।
ঐ এলাকার কামরুল হাসান আমদেরকে ক্ষোভের সঙ্গে জানান, স্থানীয় লোকজনের সহযোগিতায় সংযোগ সড়কে ইট-বালি ফেলে যোগাযোগ ঠিক রাখার চেষ্টা করা হলেও কন্ট্রাক্টর এবং সড়ক ও জনপথ কর্তৃপক্ষের চরম অবহেলায় রাস্তা মেরামত হচ্ছে।
বাগেরহাট ইনফো ডটকম।।