হরিণের মাংস বিক্রির অপরাধে মংলা বাজার থেকে শুক্কুর আলী (৪০) নামের এক বিক্রেতাকে আটক করেছে মোংলা থানা পুলিশ।
শনিবার সকাল পৌনে ৯টার দিকে একটি মাছের বাজার থেকে তাকে আটক করা হয়েছে।
মংলা থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মংলা মাছ বাজারে গিয়ে ব্যাগ তল্লাশি করে দুটি পলিথিনে রাখা হরিণের মাংস উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক শুক্কুরের মংলার পার্শ্ববর্তী উপজেলা রামপালের বাইনতলা ইউনিয়নের চাকশি গ্রামের ফুলি মিঞার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুক্কুর আলী পুলিশকে জানিয়েছেন, চার দিন আগে তিনিসহ কয়েকজন জেলে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া এলাকায় মাছ ধরছিলেন। এ সময় একটি হরিণ বন থেকে লাফিয়ে তাদের জালে পড়ে। তখন তারা হরিণটি ধরে জবাই করে ভাগ করে নেন।
এই ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মংলা থানায় বন্যপ্রাণি সংরক্ষণ আইনে একটি মামলা করেছেন।
বাগেরহাট ইনফো ডটকম।।