পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচর ফরেস্ট ক্যাম্প সংলগ্ন চাপড়াখালী খালে কোস্ট গার্ড ও বনদস্যুদের মধ্যে বন্দুক যুদ্ধ।
বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বন্দুকযুদ্ধের এক পর্যায়ে বনদস্যুরা পিছু হটলে কোস্টগার্ড সদস্যরা তল্লাশি চালিয়ে ১১টি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি, চারটি ধারালো অস্ত্র ও একটি ট্রলারসহ অপহৃত ৪ জেলেকে উদ্ধার করেছে।
তবে কোস্টগার্ড সদস্যরা এ সময় কোন বনদস্যুকে আটক করতে পারেনি।
মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে: এমদাদ জানান, সাগর ও সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলেদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের জন্য বনদস্যু রেজাউল ওরফে শীর্ষ বাহিনী বেশ কয়েকজন জেলেকে চাপড়া খালে জিম্মি করে রাখে। খবর পেয়ে অপহৃত ওই জেলেদের উদ্ধারে বৃহস্পতিবার গভীর রাতে চাপড়াখালী খালে অভিযান চালানো হয়।
সেখানে পৌঁছাতে বনদস্যু বাহিনীর সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছুড়তে থাকে। এসময় কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। কোস্টগার্ড সদস্যদের প্রতিরোধের মুখে টিকতে না পেরে দস্যুরা বনের গহীনে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, আটটি পয়েন্ট টুটুবোর, দুটি শর্টগান, পাঁচ রাউন্ড গুলি, চারটি ধারালো অস্ত্র ও একটি ট্রলার উদ্ধার করা হয়।
এসময় উভয় ক্ষের মধ্যে শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলে তিনি জানান।
বাগেরহাট ইনফো ডটকম।।