সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকার বড় টেংরাখালী খালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের(র্যাব-৮) সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ বাহিনীর দুই দস্যু নিহত হয়েছেন।
বুধবার দুপুরে আনমিানিক ১.৩০এ র্যাব-৮ এর সাথে বনদস্যুদের এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
এ সময়ে রিয়াজ ওরফে ডালিম (২৮) ও কালাম খাঁ নামের দুই বনদস্যু নিহত হয়। এ সময়ে সদস্য রিয়াজ ওরফে ডালিম (২৮) ও কালাম খাঁ(২৪) নামের দুই বনদস্যু নিহত হয়। নিহতদের বাড়ী বাগেরহাটের মংলা উপজেলায় বলে জানা গেছে।
এব্যাপারে র্যাব-৮ এর বরিশাল বিভাগের কম্পানি কমান্ডার ক্যাপ্টেন আবুল বাসার জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লেফট্যানেন্ট ফরিদুর রহমানের নেত্রিত্বে সুন্দরবনের আন্ধারমানিক এলাকায় অভিযান চালায়। তারা বড় টেংরাখালী নামক থালে পৈছালে বনদস্যু বনদস্যুরা তাদের উপর গুলি বর্ষন শুরু করে। এসময় আত্মরক্ষায় তারা পালটা গুলি চালায়। ঘন্টা ব্যাপী বন্দুক যুদ্ধের এক পর্যায়ে বনদস্যুরা গুলিবর্ষন বন্ধ করলে র্যাব সদস্যরা সুন্দরবনের গহীনে তালাসি অভিযান শুরু করে।
এসময় র্যাব সদস্যরা সেখান থেকে ১টি ড্যাবল ব্যারেল বন্দুক, ২টি একনলা বন্দুক, ৪ টি এলজ ও ৩০ রাউন্ড গুলি (২১ রাউন্ড গুলি খোসা ও ৯ রাউন্ড তাজা গুলি) উদ্ধার করেছে।
পরে গোলাগুলি থেমে গেলে স্থানীয় জেলে ও বনজীবীরা লাশ দুটি শীর্ষবাহিনীর রিয়াজ ও কালাম বলে সনাক্ত করে।
মোংলা থানায় এসআই মন্জুরুল এলাহী মোংলা থানায় লাশ হস্থান্তরের বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট ইনফোকে জানন, র্যাবের কাছ থেকে লাশ গ্রহনের জন্য ইতমধ্য ঘটনা স্থলে মোংলা থানা পুলিশের একটি টমি পৌঁছেচে।
এঘটনায় মোংলা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাগেরহাট ইনফো ডটকম।।