বাগেরহাট শহর ও শহরতলীর বিনোদন পার্কের বদৌলতে শহরের একটি বিদ্যালয়ের ৭ম শ্রেনীর দুই ছাত্রী গর্ভবর্তী হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে ওই বিদ্যালয়সহ স্থানীয় বিভিন্ন নারীবাদী সংগঠনের মাঝে।
এদিকে অসামাজিক কাজ করার সময়ে সোমবার সকালে হাতে নাতে শিক্ষকদের হাতে ধরা পড়ায় শহরের অপর একটি বিদ্যালয়ের ৮ম শ্রেনীর এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। বিভিন্ন স্থানে এই অসামাজিক কাজের বিরুদ্ধে ধিক্কার জানান সমাজের সুধীজন। অনেকে আবার পুলিশ প্রশাসনের আশু হস্তপে কামনা করেন।
বাগেরহাট শহর ও শহরতলীতে গড়ে উঠেছে একাধিক বিনোদন পার্ক। এ সকল পার্কে স্কুল ও কলেজ গামী শিার্থীরা অভিভাবককে ফাঁকি দিয়ে অথবা বিদ্যালয় থেকে পালিয়ে প্রেমের সম্পর্কের নামে অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়েছ।
কোমলমতি শিশু ও কিশোরীদের দুর্বলতার সুযোগ নিয়ে লম্পট যুবকেরা অসামাজিক কাজে চালিয়ে যাচ্ছে। আর এতে যেমন সামাজিক অবয় সৃষ্টি হচ্ছে।
তেমনি বন্ধু ও বান্ধবীদের চক্রান্তে নতুন নতুন শিশু কিশোর জড়িয়ে পড়ছে এই অবয়ে।
এদিকে এসকল ঘটনায় বাগেরহাট শহরের একাধিক বিদ্যালয়ের শিার্থীর অভিভাবকেরা রয়েছে চরম আতঙ্কে। নিজেদের ছেলে মেয়েকে বিদ্যায়লয়ে পাঠিয়ে উৎকন্ঠায় রয়েছে এমন অভিযোগ অধিকাংশ অভিভাবকের।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা বাগেরহাট ইনফোকে জানান, আমাদের কোমলমতি শিশু-কিশোরদের রাক্ষায় পুলিশ শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে।
আগামী দিনগুলোতে এসকল অভিযানকে আরও তরান্বিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।
০৮ জুলাই ২০১৩ :: অ্যাক্টিং নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।