শিবিরের কেন্দ্রীয় সভাপতি ও নিখোঁজ নেতাদের সন্ধানের দাবিতে ডাকা বুধবারের সকাল-সন্ধ্যা হরতালের শুরুতে ভোর ৫ টায় বাগেরহাটে ১ টি ট্রাক ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বাগেরহাট-মংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার কাটাখালি বাসস্ট্যান্ডে বুধবার ভোর ৫টায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাগেরহাট ইনফোকে জানান, ভোরে পিকেটাররা মিছিল করার সময় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের গ্লাস ভাঙচুর করে। এসময় স্থানীয় জনতা টের পেয়ে ধাওয়া দিলে পিকেটাররা পালিয়ে যায়। এছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এছাড়া বুধবার সকালে বাগেরহাট শহরের ছাত্রশিবির মিছিল বের করে। তবে মিছিলটি শহরে প্রবেশ করতে গেলে পুলিশের বাঁধায় স্থানীয় কার্যালয়ে গিয়ে শেষ করে।
এদিকে শহরে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। দূরপাল্লার কোন যানবাহন চলাচল না করলে অভ্যান্তরীন রুটে টেম্পু, অটো রিক্সাসহ যাত্রীবাহি বাস চলাচল করেছে। জেলার অন্যকোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বাগেরহাট পুলিশ সুপার মোল্লা নিজামুল হক বাগেরহাট ইনফোকে বলেন, হরতালের দিন সকালে ফকিরহাটের কাটাখালী নামক স্থানে একটি ট্রাকে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এছাড়া জেলার অন্য কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
যে কোনো ধরণের নাশকতা ঠেকাতে পুলিশ সর্বাত্ত প্রস্তুত রয়েছে।
০৩ জুলাই ২০১৩ :: ইনজামামুল হক, নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।