বাগেরহাট-মাওয়া মহাসড়কে ফকিরহাটের কাকডাঙ্গা এলাকায় যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মূখোমূখি সংঘর্ষে মোটর সাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, খুলনার বানরগাঁতি এলাকার মোসলেম উদ্দিন চৌধূরীর ছেলে মোটর সাইকেল চালক বিল্লাল হোসেন চৌধূরী (৩৫) এবং আরোহী বাগেরহাট সদর উপজেলার বাদোখালী গ্রামের আব্দুল গণি শেখের ছেলে শেখ রফিকুল ইসলাম (৩৭)।
বিল্লাল বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট গ্রামে নানা বাড়িতে থেকে ভাড়ার মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল।
ফকিরহাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বাগেরহাট ইনফোকে জানান, খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের কাকডাঙ্গার মোড় নামক স্থানে একটি মোটরসাইকেলকে পারাপার নামের একটি ঢাকাগামী পরিবহন চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বিল্লাল ও রফিকুল নামের ওই দুজন মারা যান।
পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে বাগেরহাট মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
০২ জুলাই ২০১৩ :: ইনজামামুল হক, নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।