পূর্ণিমার প্রভাবে স্বাভাবিকের চেয়ে ৪/৫ ফুট উচুতে জোয়ারের পানির প্রভাবে বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভাসহ নদী তীরবর্তী কমপক্ষে ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে।
শহর রক্ষা বাধ না থাকায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে পৌর শহরের সব রাস্তা-ঘাট। জোয়ারের পানির শ্রোত বইছে শহরের অধিক অংশ রাস্তার উপর দিয়ে। ফলে ব্যাহত হচ্ছে উপজেলার বেশির ভাগ সরকারি-বেসরকারি দপ্তরের কার্যক্রম।
পানিবন্দি হয়ে পড়ে উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্য়ালয়, উপজেলা চেয়ারম্যানের কার্য়ালয়, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস, সমবায় অফিস, সাবরেজিস্ট্রি, সেটেলমেন্ট, বিআরডিবি, পরিবার পরিকল্পনা, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, মৎস্য এবং উপজেলা কৃষি অফিসসহ সরকারী বেসরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
তলিয়ে গেছে উপজেলার খাউলিয়া ইউনিয়নের ফাশিয়াতলা, মধ্যবরিশাল, চালিতাবুনিয়া, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা, ভাইজোড়া, পূর্ব সরালিয়া, বারইখালী ইউনিয়নের শেখপাড়া, উত্তর সুতালড়ী, বহরবুনিয়া ইউনিয়নের বহরবুনিয়া, ফুলহাতা, তেলীগাতিসহ কমপক্ষে ২৫টি গ্রাম।
টানা বৃষ্টি আর অব্যাহত অতিরিক্ত জোয়ারের ফলে পানিবন্দী হয়ে পড়েছে এসব এলাকার কয়েক হাজার পরিবার। গৃহবন্দী হয়ে পড়েছে গৃহপালিত পশু-পাখি। আতঙ্কিত হয়ে পড়েছেন এখানকার হাজার হাজার মৎস্যচাষী।
এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বাগেরহাট ইনফোকে জানান, প্রাকৃতিক কোনো দুর্যোগ না এলে মৎস্য ঘের ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতির সম্ভাবনা নেই।
তবে অনেক মৎস্যচাষী দাবি করেছেন বিভিন্ন স্থানে পানির তোড়ে বেশ কিছু রাস্তা ও আইল ভেঙে তলিয়ে গেছে অনেক ঘের।
২৫–০৬-২০১৩ :: উপজেলা নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।