আকর্ষণীয় ফটোগ্রাফির মাধ্যমে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি-কালচার সহ স্বপ্নের বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (A2I) প্রোগ্রাম ও গণযোগাযোগ অধিদপ্তরের যৌথ উদ্যোগে প্রত্যেক জেলার তথ্য কর্মকর্তার তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছে Photography Exhibition প্রতিযোগিতার।
এখান থেকে নর্বাচিত সেরা ছবিগুলি জাতীয় পোর্টাল ফ্রেমওয়ার্কের আওতায় নির্মিত সাইটে ফটোগ্রাফারের নাম সহ প্রদর্শিত হবে। প্রতিযোগিতার সকল ছবি এটুআই প্রোগ্রামের সম্পত্তি বলে বিবেচিত হবে।
এ লক্ষ্যে বাগেরহাট জেলার কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, আইন ও মানবাধিকার, ই-সেবা প্রদান কার্যক্রম, মানুষ ও তাদের বিভিন্ন কর্মকান্ড, পোট্টেট, ল্যান্ডস্কেপ, পর্যটন ও ঐতিহ্য, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ভবন, প্রকৃতি, বিখ্যাত স্থাপনা, স্ট্রিট লাইট, শহর, গ্রাম, দৈনিন্দন জীবন, সংশ্লিষ্ট এলাকার সংস্কৃতি ও দৈনিন্দন কার্যক্রমকে প্রতিনিধিত্ব করে এমন কাজকে (ফটোগ্রাফিকে) অগ্রাধিকার দেওয়া হবে।
শিল্পমান থাকা সত্ত্বেও নেতিবাচক কোন বিষয়বস্তু নিয়ে তোলা ছবি প্রতিযোগিতায় বিবেচনায় নেয়া যাবে না।
প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী অংশগ্রহণকারীকে নিম্নলিখিত বিষয়গুলি অনুসরণ করতে হবে :
ক) ফটোগ্রফি/ ছবির ফরম্যাট অবশ্যই JPEG হতে হবে এবং এর সাইজ কমপক্ষে ১২০০ ডিপিআই হতে হবে।খ) সাদাকালো/রঙ্গীন উভয়ই গ্রহণযোগ্য। তবে ছবিতে কোন প্রকার ওয়াটারমার্ক, কপিরাইট সিম্বল/চিহ্ন, বর্ডার গ্রহণযোগ্য হবে না।
গ) একজন অংশকগ্রহণকারী সর্বোচ্চ ৫টি বিষয়ে ছবি জমা দিতে পারবে।
গ) অংশগ্রহণকারীকে আগামী ৫ জুলাই ২০১৩ এর মধ্যে বাগেরহাট জেলা তথ্য কর্মকর্তার অফিসে ছবি জমা দিতে হবে।
ঘ) ছবি জমা দেয়ার সময় খামের উপর স্পষ্ট অক্ষরে নাম, ঠিকানা, ই-মেইল ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। ছবির সাথে অবশ্যই বাংলায় পূর্ণাঙ্গ ক্যাপশন দিতে হবে। ছবির 4R সাইজের ল্যাবপ্রিন্ট কপি জমা দেয়ার পাশাপাশি অবশ্যই সফট কপি সিডি অথবা ডিভিডিতে জমা দিতে হবে।
ঙ) কেবল নির্বাচিত সেরা ২০টি ছবি নিয়ে বাগেরহাট জেলায় Photography Exhibition হবে।
চ) অংশগ্রহণকারীদের মধ্যে তিনজন প্রতিযোগীকে বিজয়ী ঘোষনা করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রতিযোগীর পুরস্কার প্রদান করা হবে।
জেলা তথ্য কর্মকর্তা ও বাগেরহাট ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান হয়।
২৪–০৬-২০১৩ :: নিউজ এডিটর, বাগেরহাট ইনফো ডটকম।।