বাগেরহাট সদর উপজেলার দেপাড়া বাজার এলাকার “বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ” ছাত্রলীগের বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্থানীয় দেপাড়া বাজার এলাকার এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলায়েত হোসেন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল গ্রুপের মো. নাজিরকে মারপিট করে ওই কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সোহাগ। এ ঘটনার পর স্থানীয় ছাত্রলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে সোহেলের নেতৃত্বে ছাত্রলীগের একটি গ্রুপ সোহাগ গ্রুপের ওপর হামলা চালায়। এ সময়ে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি আহত কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সোহাগ গ্রুপের এক জন বাগেরহাট ইনফোকে জানান, দেপাড়া বাজারে সোহেলের নেতৃত্বে দেশিয় ধারালো অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময়ে ছাত্রলীগের আহবায়ক সোহাগ, লোকমান ও মিলন রক্তাক্ত জখম হয়।
তবে যুগ্ন আহবায়ক সোহেল বাগেরহাট ইনফোকে বলেন, বৃহস্পতিবার দুপুরে সোহাগের নেতৃত্বে তার লোকজন মোঃ নাজিরকে দেপাড়া বাজারে ফেলে পিটিয়ে আহত করে। পরে এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ হয়।
তবে তিনি সোহাগসহ অন্যদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার ঘটনা অস্বীকার করেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী বাগেরহাট ইনফোকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও জানান, ফের সংঘর্ষের আশংকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে দেপাড়া বাজারে।
২০-০৬-২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।