বাগেরহাটের শরণখোলায় প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বাগেরহাট প্রেসক্লাবের সামনে দুপুরে আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন র্মসূচিতে অংশ নেন জেলা সদর ছাড়ও সব উপজেলা থেকে আসা সংবাদকর্মীরা।
এসময় মফস্বল সাংবাদিক ফোরাম শরণখোলা প্রেসক্লাবে হামলার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
মানববন্ধন পরবর্তী জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক বিশেস সভায় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঐক্যবদ্ধ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জাকারিয়া মাহমুদের সভাপতিত্বে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এবিএম মোশাররফ হোসাইন, মো. দেলোয়ার হোসেন, আহসানুল করিম, বাবুল সরদার, বিষ্ণু প্রসাদ চক্রবর্তী, আলী আকবর টুটুল, এসএস সাগর, মফস্বল সাংবাদিক ফোরামের আহ্বায়ক খোন্দকার নিয়াজ ইকবাল, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি বাবুল দাস, সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম আকন, রামপাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সবুর রানা, মোড়েলগঞ্জ প্রেসক্লাবের সদস্য রুহুল আমিন, আহাদ হায়দার, মাহফিজুর রহমান মাহফুজ, আজাদুল হক, ইসরাত জাহান প্রমুখ।
১৭-০৬-২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।