এবার বাগেরহাটের শরনখোলা উপজেলা প্রেসক্লাবে হামলা ও ভাংচুর চালাল ছাত্রলীগের সন্ত্রাসীরা।
গতরাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এ সময়ে সাংবাদিক, পুলিশ ও ছাত্রলীগ নেতা-কর্মীসহ অন্তত ২০ জন আহত হয়। পুলিশ বিক্ষুদ্ধ ছাত্রলীগ কর্মীদের ছত্রভঙ্গ করতে ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময়ে ছাত্রলীগের সন্ত্রাসী ভাংচুর করে প্রেসক্লাবের সামনে রাখা দুটি মটর সাইকেল।
শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বাগেরহাট ইনফোকে জানান, গত এক সপ্তাহ ধরে শরনখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবীর পক্ষ-বিপক্ষ নিয়ে আওয়ামীলীগ, মুক্তিযুদ্ধা ও সাংবাদিকরা দু’পক্ষে বিভক্ত হয়ে পড়ে।
এরই জের ধরে এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে।
প্রেসক্লাবে হামলা ও ভাংচুরের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ১০ রাউন্ড রবার বুলেট নিক্ষেপ করে ছাত্রলীগের সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
উল্লেখ, এর আগে সকালে তাদের হামলায় শরণখোলার একটি কারিগরি কলেজের অধ্যাপকসহ ৯ জন আহত নয়।
১২-০৬-২০১৩ :: উপজেলা নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।