বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদর বাজারসহ পার্শ্ববর্তী বিভিন্ন হাট-বাজারগুলোতে চড়া মূল্যে বিক্রি করা হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থানীয় এক শ্রেণীর অসাধু মৎস্য ব্যাবসায়ীরা এ মাছগুলোকে ভিন্ন প্রজাতির “রূপচাঁদা”মাছ বলে বিক্রি করে প্রতারিত করছে সাধারন ক্রেতাদের।
বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এখানে ২শ’ থেকে ২শ’ ৬০টাকা করে বিক্রি হচ্ছে প্রতি কেজি পিরানহা মাছ।
এদিকে সোমবার সকালে বিষাক্ত ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ এই মাছ বাজারে বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা মাছের বাজারে অভিযান চালান।
এসময় তিনি প্রায় ২০কেজি পিরানহা মাছ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। তবে মাছ নিয়ে এসময় অনেক ব্যবসায়ীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মাছগুলো মাটি চাপা দেয়া হয়েছে।
১০-০৬-২০১৩ :: উপজেলা নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।