বাগেরহাটের চিতলমারীতে ৬ মাসের এক অন্তঃসত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
গলায় ফাঁস লাগান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ অন্তঃসত্বা ওই গৃহবধূর মরদেহ মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আড়ুয়াবর্ণি গ্রামের মিলন মল্লিকের স্ত্রী শারমিন আক্তার (১৯) শনিবার রাতে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরে পুলিশ ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে রোববার ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালে পাঠায়।
তবে শারমিনের নিকট আত্মীয়রা জানান, লাশের গায়ে আঘাতের চিহ্ন ছিল। তাকে হত্যা করে রশিতে ঝোলানো হয়েছে বলে তাদের অভিযোগ।
শারমিন ৬ মাসের অন্তঃসত্বা ছিল বলে তারা জানান। এদিকে তার মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে চিতলমারী থানার এসআই জিল্লুর রহমান বাগেরহাট ইনফোকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমুত্যু মামলা হয়েছে এবং লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে এটা হত্যা না আত্মহত্যা তা বলা সম্ভব হবে।
০৯-০৬-২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।