বাগেরহাটে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবা কেন্দ্রে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ ইউএনও ও ইউপি চেয়ারম্যানকে সম্মাননা দেওয়া হয়েছে।
সম্মাননাপ্রাপ্তরা হলেন- ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবপ্রসাদ পাল ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা কমিটির সভাপতি ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু।
বৃহস্পতিবার দুপুরে মেলা প্রাঙ্গণে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসক মু. শুকুর আলী তাদের হাতে এ সম্মননা তুলে দেন।
জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুল হক খাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পুলিশ সুপার নিজামুল হক মোল্লা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাঁন মো. রেজাউন নবী প্রমুখ।
অনুষ্ঠানে দুই জন ইউনিয়ন পরিষদের সচিব, তিনজন উদ্যোক্তা, তিনটি শিক্ষা প্রতিষ্ঠান এবং বাগেরহাট সদর, ফকিরহাট ও চিতলমারী উপজেলাসহ বিভিন্ন ক্যাটাগরিতে সনদপত্র ও সম্মননা দেওয়া হয়।
এদিকে, মেলায় কম্পিউটার ও ইন্টারনেট সংশ্লিষ্ট ২৩টি স্টল থাকলেও অনেক শিক্ষার্থী কাঙ্খিত সেবা না পাওয়ার অভিযোগ করেন। তারা আভিয়েগ করে জানান, মেলা প্রাঙ্গনে তাদের কাঙ্খত সেবা বা তথ্য প্রাপ্তির ব্যবস্থাছিল পর্যাপ্ত ছিলনা না। বিভিন্ন স্টলে মেলার সময় প্রজেক্টরের মধ্যমে গান দেখান হয়েছে, যা কোন ভাবেই এই মেলার সাথে স্বামাঞ্জস্য নয়।
তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকার সেবা পৌঁছে দেওয়া ও জনগণের জীবন মান বৃদ্ধি এবং রূপকল্প ২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে গত সোমবার বাগেরহাটে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছিল।
০৬-০৬-২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।