বাগেরহাটে পূর্ব সুন্দরবন রেঞ্জ এলাকা থেকে শিকার করে আনা ৪টি জবাই করা হরিণ ও ৪ শিকারীকে ট্রলারসহ আটকের পর উৎকোচের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে বনরক্ষীদের বিরুদ্ধে।
এদিকে এ ঘটনা ফাঁস হয়ে পড়লে এলাকায় নানা গুঞ্জনসহ তোলপাড় সৃষ্টি হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, বনরক্ষীরা ঘটনাটি ধামাচাপা দিয়ে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নানা দেন দরবার চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্র জানায়, সুন্দরবন থেকে হরিণ শিকারের পর তা জবাই করে জনৈক মোস্তফা নামে এক মৎস্য ব্যবসায়ীর নেতৃত্বে ৪ শিকারী শনিবার সকাল ৯ টার দিকে ট্রলারযোগে মংলার চিলা এলাকার কেয়াবুনিয়া এলাকায় আসে।
গোপন সূত্রে এ খবর পেয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর টহল বোটের (চিলা মোবাইল) ওসি ফরেষ্ট গার্ড হাশেম জবাই করা হরিণ ও ৪ চোরাকারবারিকে ট্রলারসহ আটকের জন্য অভিযান চালায়। এ সময় ওসি হাশেম চাঁদপাই রেঞ্জ অফিসে কর্মরত অপর ফরেষ্ট গার্ড আলী আহম্মদের অভিযানের ব্যাপারে সহযোগীতা চায়।
এক পর্যায়ে ওসি হাশেম ও ফরেষ্ট গার্ড আলী আহম্মদ শিকারীদের কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ নিয়ে জবাই করা হরিণ ও ট্রলারসহ আটক ৪ শিকারীকে ছেড়ে দেয়।
পরবর্তিতে এ ঘটনা এলাকায় জানাজানি হয়ে পড়লে গুঞ্জনসহ তোলপাড়ের সৃষ্টি হয়।
এ ব্যাপারে ফরেষ্ট গার্ড হাশেম ও আলী আহম্মদের সাথে যোগাযোগ করা হলে তারা এ ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে বাগেরহাট ইনফোকে জানান, এসবই স্বার্থান্বেষী মহলে অপপ্রচার। এ ধরনের কোন ঘটনার কথা তাদের জানা নেই।
অপরদিকে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক খলিলুর রহমান এবিষয়ে বাগেরহাট ইনফো ডটকমককে জানিয়েছেন, এ ধরনের কোন তথ্য বা অভিযোগ তার জানা নেই। বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়ে যথা যথব্যবস্থা নেওয়া হবে।
০৩-০৬-২০১৩ :: উপজেলা নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।