বাগেরহাটের কচুয়া উপজেলায় ছেলের দায়ের কোপে আহত মা শাহিদা বেগম (৫৫) মারা গেছেন।
সোমবার সকাল ৮টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছেলে উজ্জ্বল শেখকে (৩৫) আটক করেছে।
নিহত শাহিদা বেগম উপজেলার নরেন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের স্ত্রী।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বাগেরহাট ইনফো ডটকমককে জানান, রোববার দুপুরে পারিবারিক কলহের জের ধরে মায়ের সঙ্গে ছেলের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে নিহতের ছেলে উজ্জ্বল তার হাতে থাকা দা দিয়ে মায়ের শরীরের বিভিন্ন স্থানে এলাপাথাড়ি কোপায়।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকালে চিকিৎসারত অবস্থায় শাহিদা বেগম মারা যান।
দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ ওই এলাকা থেকে গতকালই ঘাতক ছেলে উজ্জলকে আটক করেছে।
এঘটনায় নিহতের স্বামী ফজলুর রহমান বাদি হয়ে কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করবেন বলে ওসি আমাদের জানিয়েছেন।
০৩-০৬-২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।