বাগেরহাটের চিতলমারীতে শর্টগান ও ১৩ রাউন্ড কার্তুজসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।
রোববার বিকেলে আটকদের বিরুদ্ধে চিতলমারী থানায় মামলা দিয়ে তাদের আদালতে পাঠায় পুলিশ।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলার কলাতলা গ্রামের আবুলের বাড়ির সামনে থেকে একটি শর্টগান ও ১৩ রাউন্ড কার্তুজসহ তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন, খুলনার সোনাডাঙ্গা থানার পঞ্চিম বানিয়া খামারের মো. আ. ছালামের ছেলে মিরাজুর রহমান (২৮) ও মো. মামুনুর রশীদ (৩৫), খুলনা থানার বাগমারা ২য় লেনের মৃত শেখ আ. ছাত্তারের ছেলে শেখ নাদিমুজ্জামান (৩০), সোনাডাঙ্গা থানার শেরে বাংলা রোড আমতলার মো. জাফর মোল্লার ছেলে মো. হাবিব মোল্লা (৩০), চিতলমারী থানার কলিগাতী গ্রামের আকিব উদ্দিনের ছেলে মো. মফিজুর রহমান (৩৫) এবং চিংগড়ী গ্রামের আক্কেল আলী শেখের ছেলে আকবর আলী শেখ (৩০)।
এ বিষয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বাগেরহাট ইনফোকে জানান, বেলা ১২টার দিকে উপজেলার কলাতলা গ্রামের আবুলের বাড়ির সামনে থেকে একটি শর্টগান ও ১৩ রাউন্ড কার্তুজসহ ওই ছয় জনকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে চিতলমারী থানায় ১৯৭৪ সালের বন্য প্রাণী সংরক্ষণ আইনের ২৬(খ) ধারায় বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই সরদার ইকবাল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে মামলার বাদী এসআই সরদার ইকবাল হোসেন আমাদেরকে জানান, শর্টগানটি ১নং আসামি মিরাজুর রহমানের লাইসেন্সকৃত। লাইসেন্স নং-০৩/২০১৩/খুলনা। শর্টগানের নাম্বার-৩১৪১২৫। তারা পাখি শিকারের জন্য এসেছিল বলে তিনি জানান।
০২-০৬-২০১৩ :: উপজেলা নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।