বাগেরহাটের ফকিরহাট উপজেলা আঃলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইউপি চেয়ারম্যান খাঁন জাহিদ হাসানকে হত্যা ও আসামীদের আটক না করার প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগ আগামী ২ জুন থেকে ৫ দিনের আল্টিমেটাম দিয়েছে।
জাহিদকে হত্যার প্রায় দুই সপ্তাহ হলেও তার হত্যার সাথে জড়িত দের ব্যাপারে কোন অগ্রগতি নাহওয়ায় উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে এই আল্টিমেটাম দেওয়া হল। এই ঘোষিত আল্টিমেটামের মধ্যে আসামীদের আটক করতে ব্যার্থ হলে আওয়ামীলীগের পক্ষ থেকে সড়ক অবরোধ, গনঅনশনসহ বাগেরহাট অচল করার কর্মসূচীর হুমকি দেওয়া হবে বলে জানান হয়েছে।
বৃহষ্পতিবার সকালে বাগেরহাটের বেতাগা আঃলীগ কার্যালয়ে উপজেলা আঃলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান স্বপন কুমার দাস এই কর্মসূচী ঘোষনা করেন।
এ সময়ে উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও আঃলীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আল্টিমেটামের মধ্যে ২ থেকে ৫ জুন পর্যন্ত উপজেলার সকল ইউনিয়নে এক যোগে মানব বন্ধন এবং ৬ জুন ফকিরহাটের সকল ইউনিয়নে কর্মবিরতি পালন করা হবে।
বৃহষ্পতিবার সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি স্বপন কুমার দাস, ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বাবু, শেখ সিরাজুল ইসলাম, মো. কওসার আলী, সৈয়দ আল মামুন, মল্লিকা দাস, ইউপি চেয়ারম্যান খাঁন শামীম হাসান পলাশ, আবুল হোসেন, তৌহিদুল ইসলাম পপলু, শেখ রেজাউল ইসলাম, মহসিন হোসেন, আঃলীগ নেতা সিরাজুল ইসলাম মোড়ল ও আজাহার উদ্দিন প্রমুখ।
উল্লেখ, গত ১৮ মে বাগেরহাট-রুপসা মহাসড়কের আমদাবাদ স্কুলের সামনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ইউপি চেয়ারমান ও আঃলীগ নেতা জাহিদকে এক মটর সাইকেলের ড্রাইভারসহ গুলিকরে হত্যা করে। এই ঘটনার পর থেকে নানা কর্মসূচির মধ্যদিয়ে এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করে আসছে স্থানীয় জনসাধারণ।
সবশেষ হত্যাকারীদের আটকের দাবীতে প্রায় দুই সপ্তাহ পার হলে হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে বলে এলাকাবাসী জানায়। এদিকে জাহিদের পরিবারসহ এলাকার সর্বস্তরের জনগন জাহিদ হত্যার সাথে জড়িত সন্ত্রাসী ও এর গডফাদারদের আটকের দাবী জানান।
৩০-০৫-২০১৩ :: মোঃ কামরুজ্জামান,
বাগেরহাট ইনফো ডটকম।।