বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩২ তম মৃত্যু বাষিকী পালিত হয়েছে।
সোমবার বাগেরহাট জেলা বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠন গুলো দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে এদিনটি পালন করে। সকালে শহরের মুনিগঞ্জ বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান ও কালো ব্যাজ ধারণ করা হয়। পরে শহরে একটি শোক র্যালী শেষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
জেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা এড. ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, মোজাফ্ফর রহমান আলম, শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, মনিরুজ্জামান মনি, মাহবুবুর রহমান টুটুল, মেহেবুবুল হক কিশোর, সরদার লিয়াকত আলী, নেয়ামূল নাসির আলাপ, শওকত হোসেন প্রমুখ।
এদিকে, এ উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলাতেও দলীয় আয়োজনা নানা কর্মসুচি পালিত হয়েছে।
বাগেরহাটের শরণখোলায় উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রায়েন্দা পাঁচরাস্তা নিউমার্কেট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পঞ্চায়েত সহ দলের সিনিয়র নেতারা।
৩০-০৫-২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।