বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেপ্তারী পরোয়ানা জারীর প্রতিবাদে কেন্দ্র ঘোষিত হরতালের সমর্থনে সকালে বাগেরহাটে ১৮ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সকালে বৃষ্টি উপেক্ষা করে ১৮দলের নেতাকর্মীরা নতুন কোট চত্বরে সমবেত হন। পরে সেখান থেকে মিছিল সহকারে দশানী ট্রাফিক মোড়ে এসে পথসভা করেন।
১৮ দলীয় ঐক্যজোট বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহবায়ক ও বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবুর সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন, ১৮দলীয় জোটের সদস্য সচিব অ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ, জামায়াত নেতা মাওলানা রেজাউল করীম, বিএনপি নেতা সেখ নজরুল ইসলাম, মোজাফফর রহমান আলম, মেহেবুবুল হক কিশোর, সুজাউদ্দীন মোল্লা (সুজন), হাফেজ আজমল হোসেন, সরদার লিয়াকত আলী, এ্যাড. মোঃ ইউনুস, তানু ভুইয়া প্রমুখ।
অপরদিকে হরতালের সমর্থনে বাগেরহাট জেলা ছাত্রদল আলাদা বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি দশানী ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নুর মসজিদের মোড়ে জেলা ছাত্রদলের আঞ্চলিক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় জেলা ছাত্রদলের সভাপতি সুজাউদ্দীন মোল্লা (সুজন) এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এদিকে হরতালের কারণে জেলার অভ্যন্তরীণ রুটে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। দু’একটি টেম্পু ও অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।
তবে হরতালে শহরের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি।
২৯-০৫-২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।