মংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত, থেমে থেমে বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধির ফলে জন-জীবন ব্যাহত।
ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুষ্পস্ট লঘুচাপে পরিনত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিনত হতে পারে বলে আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে।
এর প্রভাবে মংলা বন্দরে মঙ্গলবারও বলবৎ রয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত।
এদিকে সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে বন্দরে পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে।
২৮-০৫-২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।