ঝুকিপুর্ন ভবনে চলছে বাগেরহাট কাড়াপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের কার্যক্রম।
চিকিৎসক ও সেবা গ্রহীতারা জীবনের ঝুকি নিয়ে ওই ভবনের ভিতত প্রবেশ করছে।
মঙ্গলবার সকালে সরেজমিনে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, ভবনের বিভিন্ন অংশে বড় বড় ফাটল। এমনকি চিকিৎসকের আবাসিক ভবনের ছাদের থেকে কনক্রিট খসে পড়ছে। জীবনের নিরাপত্তাহীনতার কারণে আবাসিক চিকিৎসক তার পরিবারকে অন্যত্র পাঠিয়ে দিয়েছেন বলে সাংবাদিকদের জানান।
এখানে সেবা নিতে আসা মোতালেব মোল্লা বাগেরহাট ইনফোকে বলেন, তার মেয়ের চিকিৎসার জন্য বাধ্য হয়ে এখানে এসেছি। ভবনের ভিতরে ঢুকতে ভয় লাগে।
স্থানীয় ইউপি সদস্য জাহিদুর রহমান বাগেরহাট ইনফোকে জানান, প্রায় ২যুগ আগে এখানে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মিত হয়। বর্তমান অবস্থায় এ ভবনটি জরুরী ভাবে পরিত্যক্ত ঘোষণা করা দরকার। না হলে যেকোন সময় বড় ধরনের দূর ঘটনা ঘটার আশংকা রয়েছে।
এবিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যেল এ্যসিস্ট্যান্ট মোঃ ইব্রাহীম আলী আকুঞ্জী জানান, ‘কর্তব্যের দায়ে জীবনের ঝুকি নিয়ে এই জরাজীর্ন ভবনে দায়িত্ব পালন করছি’।
২৮-০৫-২০১৩ :: এস এম সামছুর রহমান, বিশেষ প্রতিনিধি,
বাগেরহাট ইনফো ডটকম।।