প্রচ্ছদ / খবর / জোয়ারের পানিতে তলিয়ে গেছে মংলা

জোয়ারের পানিতে তলিয়ে গেছে মংলা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে মংলা শহরের বিভিন্ন রাস্তা ঘাট।

BagerhatNews26.05.13 (4)বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধ ডুবে তলিয়ে গেছে শহরের রাস্তা ঘাট ও নিম্নাঞ্চলের অনেক চিংড়ি ঘের। ভেসে গেছে কয়েক লাখ টাকার চিংড়ি মাছ।

রোববার দুপুর থেকে জোয়ারের  পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে শহরের রাস্তাঘাট তলিয়ে যায়। এতে চরম বিপাকে পরে স্থানীয় লোকজন। মামামাল ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ীরা। এদিকে, অতিরিক্ত পানি বৃদ্ধির ফলে পৌরসভা চত্বরও তলিয়ে গেছে পানিতে ।

অপরিকল্পিত রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার কারণে  এমন হচ্ছে বলে সংশ্লিষ্ট বলে ভুক্ত ভূগিদের দাবি।

২৫-০৫-২০১৩ :: উপজেলা নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

 

About ইনফো ডেস্ক