বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সডকের ওপর দিয়ে বইছে জোয়ারের পানির স্রোত।
সিডর ও আইলায় ব্যপক ক্ষয়ক্ষতির শিকার উপকূলীয় এ উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়ক সহ বহু স্থাপনা দেড়-দুই ফুট পানিতে প্লাবিত হচ্ছে প্রতিদিন।
জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় আসন্ন বর্ষা মৌসুমের পুরো তিন মাসই এভাবে চলতে পারে বলে আসংকা করছে স্থানীয়রা। পূর্ণিমা ও অমাবশ্যার সময়ে প্রতি মাসে টানা ৮/১০দিন করে দিনে দু’বার করে তলিয়ে যাবে মোরেলগঞ্জ শহরসহ বেশকিছু গ্রাম, ফসলি জমি, পুকুর ও মৎস্য ঘের। ফলে ব্যাপক ক্ষতি হচ্ছে রবিশষ্য, মৎষ্য খামার, মুরগীর খামার ও রাস্তা ঘাটের। অনেক শিক্ষা প্রতিষ্ঠানও অঘোষিতভাবেই বন্ধ করে দেয়া হয়।
রাস্তাঘাট ধ্বসে গিয়ে সৃষ্টি হচ্ছে বিপদজনক ডোবা নালার। শহর রক্ষা বাধ না থাকায় বছরের কমপক্ষে ৩মাস হাটু পানির সাথে লড়াই করে টিকে থাকতে হয় পানগুছি নদীর তীরবর্তী এ উপজেলার প্রায় ৪লক্ষ মানুষকে।
এ বিষয়ে মোড়েলগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আক্তারুজ্জামান দুলাল বাগেরহাট ইনফোকে জানান, পৌরবাসীর দুর্ভোগ কমাতে শহর রক্ষা বাঁধের জন্য একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।বাগেরহাটে প্রতিদিন পানির সাথে ৬ঘন্টা লড়াই
২৬-০৫-২০১৩ :: উপজেলা নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।