কম্পিউটর ও ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অর্থ উপার্জনের জন্য বাগেরহাটে বিভিন্ন শ্রেণী-পেশার ৭০ জন নারী-পুরুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুক্র ও শনিবার দু’দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
শনিবার সকালে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান। বাগেরহাটের জেলা প্রশাসক মু. শুকুর আলীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুল হক খান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান মো. রেজা-উন-নবী প্রমুখ বক্তব্য রাখেন।
জেলার বিভিন্ন শ্রেণী-পেশার ৭০ জন নারী-পুরুষ ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ গ্রহণ করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং স্বনির্ভর বাংলদেশ এ প্রশিক্ষণের আয়োজন করে।
ল্যাবটপ ও ইন্টারনেট চালাতে অনেকটা পারদর্শী বলে প্রশিক্ষণ গ্রহণকারীরা জানিয়েছেন। পর্যায়ক্রমে বাগেরহাটের আরও বেশ কিছু নারী-পুরুষকে ‘লার্নিং অ্যান্ড আর্নিং বিষয়ে প্রশিক্ষণ দেওয় হবে বলে জেলা প্রশাসন সূত্র জানায়।
২৫-০৫-২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।