২৫ মে ঘূর্ণিঝড় আইলা আঘাত হানার ৪ বছর পূর্তি।
২০০৯ সালের এই দিনে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আইলা আঘাত হানে। সিডরের ক্ষত শুকাতে না শুকাতে আইলা আঘাত। চার বছর পেরিয়ে গেলেও এর স্মৃতিচিহ্ন আর ভয়াবহতা আজো বয়ে চলেছে বাগেরহাটসহ উপকূলীয় জনপদ।
আইলার দির্ঘস্থায়ী ক্ষতির কথা মনে করে অনেকে এখনো আঁতকে ওঠেন উপকূলের মানুষগুল। আইলায় উপকূলীয় বাগেরহাটে কোন প্রাণ না হারালেও এর জলোচ্ছাসে হাজার হাজার মানুষ পানিতে গৃহবন্দী হয়ে পড়ে। আর মারা যায় শত শত গৃহপালিত পশুপাখি।
এলাকার সবুজের সমারোহ ধ্বংসযজ্ঞে পরিণত হয়। প্রভূত ক্ষতিসাধিত হয়েছে বৃক্ষরাজি ও উঠতি ফসলের। ২১ শ’ ৬৫ হেক্টর জমির উফসী ফসল এবং ১২ হাজার ৭ শ’ ৮৮ হেক্টর জমির আমন ফসল সম্পূর্ণ বিনষ্ট হয়।
আইলায় রিভার ক্রসিং সুউচ্চ টাওয়ার দুমড়ে মুচড়ে যায় এবং প্রায় অর্ধমাস বিদুৎ সরবরাহ বন্ধ ছিল। বেশি ক্ষতি সাধিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের। পৌরসভাসহ ১৬ ইউনিয়নে ১০ হাজারেরও বেশী ঘরবাড়ি সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়। দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয় প্রায় সর্বত্র।
দুর্গত এলাকায় দেশী-বিদেশী সহায়তা সহ ব্যাপক ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও এখনো বহু পরিবার ঘুরে দাঁড়াতে পারেনি। বয়ে বেড়াচ্ছে সেই দু:সহ ভয়াল স্মৃতি।
২৫-০৫-২০১৩ :: মোঃ কামরুজ্জামান,
বাগেরহাট ইনফো ডটকম।।