বাগেরহাটের ফকিরহাটে পুলিশের ওপর হামলার দায়ের করা মামলায় জামায়াত-ছাত্র শিবিরের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার পিলজং ও ভট্টখামার গ্রাম থেকে তাদের গ্রেফতার করে ফকিরহাট থানা পুলিশ।
গ্রেফতার কৃতরা হলেন- বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ভট্টখামার গ্রামের হোসেন শেখের ছেলে ইসলাম শেখ (৪৫) এবং একই উপজেলার পিলজং গ্রামের ইমদাদুল হকের ছেলে আব্দুল্লাহ আল জোবায়ের (১৯)।
এনিয়ে পুলিশের ওপর হামলায় ঘটনায় ফকিরহাট থানায় দায়ের করা মামলায় পুলিশ জামায়াত-ছাত্রশিবির ও বিএনপির ১৫ জনকে গ্রেফতার করেছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাছুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার ভট্টখামার ও পিলজং গ্রামে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। আটকৃতদের মধ্যে ইসলাম শেখ স্থানীয় জামায়াত নেতা এবং আব্দুল্লা আল জোবায়ের ছাত্র শিবিরকর্মী।
তাদের বিরুদ্ধে গাছ ফেলে মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও গুলিবর্ষণসহ বিভিন্ন অভিযোগে রয়েছে।
তাদেরকে ফকিরহাট থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
উল্লেখ, গত ৬ মে বাগেরহাট-খুলনা মহাসড়কের বিভিন্ন এলাকায় পুলিশের ওপর হামলা, গুলিবর্ষণ ও ক্রস ফায়ারে একজন নিহত ঘটনায় জামায়াত-বিএনপি ও হেফাজতের ১২ হাজার ৯৯ জনকে আসামি করে পুলিশ ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করে।
২৩-০৫-২০১৩ :: নিউজ এডিটর
বাগেরহাট ইনফো ডটকাম।।