বাগেরহাটের চিতলমারী এসএম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের তিন তলা ভবনে পিলারসহ র্যালিংয়ে ফাটল দেখা দিয়েছে। ওই ভবনটি নির্মাণের এক বছরের মাথায় এ ফাটল দেখা দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
কাগজে কলমে এক বছর আগে হস্তান্তর দেখালেও মূলত চলতি বছরের জানুয়ারি মাসের শেষের দিকে ভবনেটিতে ক্লাস ও স্কুলের কার্যক্রম শুরু করা হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সূত্রে জানা গেছে, উপজেলা সদর বাজার সংলগ্ন এসএম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের তিন তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয় ২০১১ সালের মে মাসে। শিক্ষা অধিদফতরের অর্থায়নে ভবনটির নির্মান ব্যয় ধরা হয় এক কোটি তিন লাখ ৬২ হাজার ৪৩৯ টাকা ।
চলতি বছরের জানুয়ারি মাসে ভবনের নির্মাণ কাজ শেষ হলেও সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স ইউনাইটেড অমনি কনসোর্টিয়াম ২০১২ সালের ২ এপ্রিল কাগজপত্রে ভবনটির হস্তান্তর দেখান। গত দু’ মাস আগে ভবনটিতে সামন্য ফাটল দেখা দেখা দেয়। কিন্তু বর্তমানে ফাটলের আকার দিন দিন বেড়ে যাওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ভবনটিতে সিডিউল অনুযায়ী কাজ করা হয়নি। নিম্মমানের নির্মাণ সামগ্রি ব্যবহারের ফলে এ ধরণের ফাটল দেখা দিয়েছে।
এ ব্যাপারে এসএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মল্লিক জানান, ফাটলের বিষয়টি নিয়ে স্থানীয় প্রকৌশলীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। এছাড়া বিষয়টি ঠিকাদারকে জানানো হয়েছে।
ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স ইউনাইটেড অমনি কনসোর্টিয়ামের পক্ষে গাজী মঞ্জুর কাদির মন্টু জানান, এটা নিয়ে তাদের কোনো মাথায় ব্যথা নেই। স্কুল কর্তৃপক্ষ সংশ্লিষ্ঠদের সঙ্গে বোঝাপড়া করবেন।
২২-০৫-২০১৩ :: বাগেরহাট ইনফো ডটকম।।