ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বার বার নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান খান জাহিদ হাসান হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতারের দাবীতে ফকিরহাট উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে মানব বন্ধন কর্মসুচি পালন করা হয়।
মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত খুলনা-মাওয়া মহাসড়কের আট্টাকি বিশ্বরোড এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধ কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে খুলনা-মাওয়া মহাসড়কে প্রায় এক ঘন্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।
মানববন্ধন কর্মসুচিতে অংশনেন ফকিরহাট উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতাকর্মী, সমর্থক, পেশাজীবি, কৃষক, শ্রমিক সহ সর্বস্তরের লোকজন অংশ গ্রহণ করে। মানব বন্ধন কর্মসুচি চলাকালিন সময়ে বক্তারা দ্রুত ইউপি চেয়ারম্যান হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শ্বাস্তির দাবী জানান। অবিলম্বে আসামিরা গ্রেফতার না হলে কঠোর কর্মসুচি গ্রহণ করা হবে বলে মানববন্ধন থেকে ঘোষনা দেওয়া হয়।
মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- কামরুল ইসলাম গোরা, শেখ আলাউদ্দিন আলাল, তৈহিদুল ইসলাম পপলু, ফকির রেজাউল করিম, কাজি মহাসীন, শামীম খান পালাশ, বিশিষ্ট ব্যবসায়ী শেখ হেমায়েত উদ্দিন, খান ওহিদ ফারুক, খান আকরাম হোসেন, মো. আসলাম মল্লিক, ফকির কাওসার আলী, আলহাজ্জ্ব ওয়াহিদুজ্জামান বাবু, শেখ মনিরুজ্জামান মনি, শেখ ফারুখ হোসেন, শেখ সিরাজুল ইসলাম, খান লিয়াকত, মোস্তাসির বিল্লাল , জগলুল হায়দার বাবু, সৈয়দ মিজানুর রহমান, মো. রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন নিহতের পুত্র খান জাবিদ হাসান ও ফকিরহাটের সদর ইউনিয়নের বর্তমান দায়িত্বপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান খান শামীম হাসান।
উল্লেখ্য, গত ১৮ মে রূপসা-মংলা মহাসড়ক আমদাবাদ এলাকায় প্রকাশ্যে দিবালোকে আততায়ীর গুলিতে ইউপি চেয়ারম্যান খান জাহিদ হাসান ও তার মটোরসাইকেল চালক মুন্না আকন নিহত হয়। চেয়ারম্যান সহ জোড়া হত্যার ঘটনায় জাহিদ হাসানের স্ত্রী শিরিনা আক্তার বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখ্য করে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
২১-০৫-২০১৩ :: মান্না দে,
বাগেরহাট ইনফো ডটকম।।