বুধবার থেকে শুরু হচ্ছে বাগেরহাটের চার উপজেলায় জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান জরিপ।
প্রাথমিকভাবে জেলার রামপাল, মংলা, মোরেলগঞ্জ ও কচুয়ায় এ জরিপ কাজ করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য উপজেলায়ও এ জরিপ কাজ পরিচালনা চলবে।
বাগেরহাট জেলা ও রামপাল উপজেলার মৎস্য কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, সারাদেশে জেলেদের স্বার্থ সংরক্ষণ ও প্রকৃত জেলেদের সরকারি-বেসরকারি নানা ধরনের সুযোগ দেয়ার লক্ষ্যে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্প গ্রহণ করা হয়।
ইতিমধ্যে সারাদেশে প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে সভাপতি, উপজেলা মৎস্য কর্মকর্তাকে সদস্য সচিব, সব ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, সমাজসেবা কর্মকতা ও পরিসংখ্যান কর্মকর্তাকে সদস্য করে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান কমিটি গঠন করা হয়েছে। এজন্য এসব এলাকায় উদ্বুদ্ধকরণ সভা, লিফলেট বিতরণ ও গণসচেতনতার জন্য মাইকিং করা হয়।
প্রকল্পের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আগামী ১৫ মে থেকে ৫ জুন পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত জেলেদের তথ্য সংগ্রহ করবেন। পরে ২০ থেকে ২৭ জুনের মধ্যে আপত্তি, ভুয়া ও বাদপড়াদের যাচাই-বাছাই করে চূড়ান্ত করা হবে।
জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্প বাস্তবায়ন শুরু হওয়ায় জেলেরা জানিয়েছে এতে তাদের দীর্ঘদিনের দাবী বাস্তবায়িত হতে যাচ্ছে।
১৪.০৫.১৩ :: বাগেরহাট ইনফো ডটকম।।