জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব পড়েনি মংলা বন্দরে, পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজ স্বাভাবিক।
বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ উপস্থিতিতে স্বাভাবিকভাবেই চলছে এ বন্দরের সকল কার্যক্রম। এছাড়া হরতালকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বন্দর কর্তৃপক্ষ।
এদিকে হরতালের প্রভাব ছিলনা মংলা বন্দরের ইপিজেড ও শিল্প এলাকায়। স্বাভাবিক গতিতে চলছে এখানকার উৎপাদন ও পরিবহণ কাজ।
বন্দর চেয়ারম্যান কমডোর এম,এইচ,আর ভুইয়া জানান, হরতালের কোন প্রভাব নেই মংলা বন্দরে। মঙ্গলবার সকাল থেকে জেটি ও জাহাজের কাজ চলছে। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও শতভাগ। তবে হরতালের কারণে বন্দর এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
১৪.০৫.১৩ :: বাগেরহাট ইনফো ডটকম।।