জামায়াতের সিনিয়র নায়েবে আমিরে মাওলানা একেএম ইউসুফ গ্রেফতার হওয়ায় বাগেরহাট জেলা জামায়াত রোববার বিকেলে শহরতলীর মেগনীতলায় বাগেরহাট-খুলনা মহাসড়ক আধাঘণ্টা অবরোধ করে রাখে।
পরে পুলিশ এলে ঘটনাস্থল ছেড়ে যায় অবরোধকারীরা।
জেলা জামায়াতের এ অবরোধ চলাকালে সমাবেশে বক্তব্য দেন- নায়েবে আমির মাওলানা রেজাউল করিম, জেলা সেক্রেটারি ও ১৮ দলীয় জোটের সদস্য সচীব অ্যাডভোকেট মাওলানা শেখ আবদুল ওয়াদুদ, জেলা সহকারী সেক্রেটারি শেখ ইউনুস আলী, অফিস সেক্রেটারি অধ্যাপক রেজাউল করিম, প্রচার সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, ছাত্রশিবিরের জেলা সভাপতি হাফেজ আজমল হোসাইন, শ্রমিক কল্যাণের জেলা সভাপতি শেখ জাকির হোসেন, সদর থানা আমির ডা. আবদুল লতিফ, মাওলানা আবুল কাসেম, মল্লিক মিজানুর রহমান প্রমুখ।
এ সময় নেতারা অবিঃলম্বে নায়েবে আমির একেএম ইউসুফসহ আটক জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
১২.০৫.২০১৩ :: বাগেরহাট ইনফো ডটকম।।