বাস ধর্মঘট শুরু: মালিক-শ্রমিক দের দাবি নসিমন, করিমন, বিআরটিসি’র বাস, মাহিন্দ্রা ও শ্যালো ইঞ্জিন যানবাহন চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘট, হেফাজতের দাবি আগামী ৫মে তাদের কর্মসূচি ঠেকাতে এ ধর্মঘট।
খুলনার রূপসা বাসস্ট্যান্ডে গতকাল সকাল থেকে সব রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। আজ থেকে বাগেরহাট-খুলনার ১৮ রুটে ধর্মঘট শুরু হয়েছে।
খুলনা জেলা বাস মিসিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতি এ ধর্মঘটের ডাক দিয়েছে। অপরদিকে ধর্মঘট চললেও খুলনা-যশোর মহাসড়ক দিয়ে ঢাকাগামী বিভিন্ন পরিবহনের বাস চলাচল করতে পারবে। কিন্তু বন্ধ রয়েছে বাগেরহাট, পিরোজপুর ও খুলনা খেকে ঢাকা গামী বাস চলাচল।
সকাল থেকে শুরু হওয়া ধর্মঘটের কারণে রূপসা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, গোপালগঞ্জ, ঝালকাঠি, রামপাল, মংলা, টেকেরহাট, শিকারপুর, গৌরনদী, মাওয়া, ঢাকা ও ফরিদপুর রুটে সব ধরনের বাস মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।