বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবী ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূনঃবহালের দাবীতে কেন্দ্র ঘোষিত ৩৬ ঘন্টা হরতালের ২য় দিনে ১৮ দলীয় জোট বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
সকালে বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নতুন কোর্ট চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পুরাতন বাজার মোড়ে এক পথসভা মাধমে শেস হয় সমাবেস।
এসময় ১৮ দলীয় জোটের বাগেরহাট জেলা আহবায়ক ও জেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা বিএনপি নেতা শেখ নজরুল ইসলাম, মোজাফফর রহমান আলম, মেহেবুবুল হক কিশোর, সুজাউদ্দীন মোল্লা (সুজন), সরদার লিয়াকত আলী, সাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, শেখ ইউনুস আলী, অধ্যাপক ইকবাল হোসাইন, হাফেজ আজমল হোসাইন, মনিরুজ্জামান মনি, সৈয়দ আসাফুদ্দৌলা জুয়েল, এমডি মোস্তাফিজুর রহমান হারু, কাজী আব্দুস সত্তার, শেখ জিল্লুর রহমান, আবুল কালাম আজাদ বুলু প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে আটক ১৮ দলের সকল নেতা-কর্মীদের মুক্তির দাবী জানান।
এদিকে, অভ্যন্তরীণ রুটের যানবাহন চলাচল বন্ধ থাকায় ব্যাটারি চালিত ইজিবাইক ও শ্যালো ইঞ্জিন চালিত নছিমন ছিল জরুরি চলাচলের এক মাত্র বাহন। সাকালে দিকে দোকান -পাট ছিল বন্ধ।
তবে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সাভার ট্রাজেটির কারনে দুপুরের পর বিএনপির কেন্দ্রিয় কার্যলয় থেকে হরতাল প্রত্যাহের ঘোষনার পর থেকেই স্বাভাবিক হতে থাকে যান চলাচল।