সুন্দরবন ঘেষা বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
গত সোমবার বিকেলেওই গ্রামের মকবুল শেখের বাড়িতে নলকূপ স্থাপনের সময় গ্যাসের সন্ধান পাওয়া যায়।
পাইপ থেকে গ্যাসের উদ্গিরণ হওয়ায় বর্তমানে নলকূপ স্থাপনের কাজ বন্ধ রয়েছে। বিষয়টি শোনার পরে শত শত উৎসূক মানুষ ওই বাড়িতে ভিড় করছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আকন ও ইউএনও কেএম মামুন উজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানিয়েছেন।
মকবুল শেখের ছেলে শাহাদত শেখ জানান, স্থানীয় সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) থেকে পাওয়া একটি নলকূপ সোমবার বিকেলে তাদের বাড়ির উঠানে স্থাপন করছিলেন।
মাটির নিচে ১১৩ ফুট পর্যন্ত পাইপ বসানোর পরে পাইপগুলো শুধু নিচের দিকে টানতে থাকে এবং পাইপ থেকে পানি বের না হয়ে প্রচন্ড বেগে বুদ বুদ শব্দ হয়ে গ্যাস বের হতে থাকে। এসময় একটি জ্বলন্ত ম্যাচের কাঠি পাইপের মাথায় ধরতেই দাউ করে আগুন জ্বলে ওঠে। পরে মিস্ত্রিরা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে দেয়।
এঘটনার পরে বাড়ির লোকজন চরম উৎকন্ঠায় রয়েছেন বলে জানিয়েছেন গৃহকর্তা মকবুল শেখ। উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন জানান, বিষয়টি শোনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমরা ওই বাড়িতে গিয়ে বাস্তবতা দেখতে পাই।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
তবে এখন প্রর্যন্ত সংশ্লিষ্ট কোন মহল থেকে প্রাকৃতিক গ্যাসের বিষয়টি নিশ্চিত হওয়া যায় নি।