ফকিরহাটে ৩টি ইউনিয়নের জলাবদ্ধতা নিরশন এবং মৎস্য চাষকে আরো বেগবান ও গতিশীল করতে উপজেলা মৎস্য অধিদপ্তর প্রায় ১কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার খাল পুনঃ খনন কাজ শুরু হয়েছে।
ফলে উপজেলার এ অঞ্চলের জলাবদ্ধতা ও ঝিমিয়ে পড়া কয়েক হাজার মৎস্য চাষির ভাগ্য উন্নয়ন আরো এক ধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এতে এক দিকে যেমন বিভিন্ন বিলের স্থায়ী জলাবদ্ধতা দুরিকরন করা সম্ভাব হবে তেমনী হাজার হাজার একর জমির ধান ও মৎস্য চাষে কৃষকরা লাভবান হবে।
প্রকল্পের আওতায় ফকিরহাটের শুভদিয়া ইউনিয়নের শাফখালী মরা নদী ১০লক্ষ টাকা ব্যায়ে ২কিঃ মিঃ পুনঃ খনন, একই ইউনিয়নের নলিয়ান মরা নদী ৫লক্ষ টাকা ব্যায়ে ১কিঃ মিঃ পুনঃ খনন, গৌরম্ভা গেট সংলগ্ন মরা নদী ৫লক্ষ টাকা ব্যায়ে ১কিঃ মিঃ পুনঃ খনন,কাটাখালী মরা নদী ৫লক্ষ টাকা ব্যায়ে ১কিঃ মিঃ পুনঃ খনন, পিলজংগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা ছাতিয়ানতলা মরা নদী ৫লক্ষ টাকা ব্যায়ে ১কিঃ মিঃ পুনঃ খনন, বেতাগা ইউনিয়নের গজার খাল মরা নদী ৫লক্ষ টাকা ব্যায়ে ১কিঃ মিঃ পুনঃ খনন, বাহিরদিয়া ইউয়িনের আট্টাকা মজাখানা মরা নদী ৫লক্ষ টাকা ব্যায়ে ১কিঃ মিঃ পুনঃ খনন, এবং সদরের সমাজসেবা পুকুর ২লক্ষ টাকা ব্যায়ে পুনঃ খনন করার পরিকল্পনা রয়েছে।
যার পুনঃ খনন কাজ উপজেলা মৎস্য অধিদপ্তর অচিরেই শুরু করতে যাচ্ছে।
এছাড়াও পিলজংগ এবং বেতাগা ইউনিয়নের শুকদাড়া মরগাংনী মরা ২কিঃ মিঃ খাল ২০ লক্ষ টাকা ব্যায়ে পুনঃ খনন করা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রির জানান, খাল গুলি পুনঃ খনন করা হলে আগামী বর্ষা মৌসূমে এ এলাকার স্থায়ী জলাবদ্ধতা দুরিকরন সহ ঝিমিয়ে পড়া কয়েক হাজার মৎস্য চাষির ভাগ্যো উন্নয়ন আরো এক ধাপ এগিয়ে যাবে।