প্রচ্ছদ / খবর / বাগেরহাটে গ্রামীণ ফোনের সেলস ম্যানকে মারপিট: নগদ অর্থসহ প্রয়োজনীয় কাগজ-পত্র ছিনতাই

বাগেরহাটে গ্রামীণ ফোনের সেলস ম্যানকে মারপিট: নগদ অর্থসহ প্রয়োজনীয় কাগজ-পত্র ছিনতাই

বাগেরহাটে গ্রামীণ ফোনের এক সেলস এক্সিকিউটিভকে মারপিট করে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা লুটে নিয়েছে ছিনতাইকারীরা।

gp logoবৃহস্পতিবার বিকোল সাড়ে তিনটার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের সদর উপজেলার যৌখালী ব্রিজের এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে গুলির হাত থেকে প্রাণে রক্ষা পান আরো দুই সহকর্মী।

বাগেরহাট গ্রামীণ ফোনের ডিলার মো: জাবেদ আলী জানান, সিএন্ডবি বাজার এলাকা থেকে মোটরসাইকেলযোগে এক জন সেলস এক্সিকিউটিভকে বাগেরহাটে আসার পথে যৌখালী ব্রিজের নিকট পৌঁছালে নাম্বার বিহীন একটি কালো রঙের মোটরসাইকেলে ৩ জন ছিনতাইকারি গতিরোধ করে।

এরপর তাকে মারপিটের পর অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪২ হাজার টাকা, ৩৫ সিম ও প্রয়োজনীয় কাগজ-পত্র সহ ব্যাগ ও তার ব্যবহৃত মোটর সাইকেলের চাবি নিয়ে যাত্রাপুরের দিকে চলে যায়।
এ খবর সহকর্মীদের জানালে যাত্রাপুর এলাকা থেকে ধাওয়া করে বারুইপাড়া পুলিশ ফাঁড়ির ৪শ’ গজ দূরে প্রাথমিক বিদ্যালয় এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারিরা তাদের দু’জনকে লক্ষ করে পিস্তল দিয়ে ২ রাউন্ড গুলি করে। এসময় তারা মাটিতে লুটিয়ে পড়ে প্রাণে রক্ষা পান। পরে ছিনতাইকারিরা পালিয়ে যায়।

বারুইপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ রানা জানান, গুলির শব্দ শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু এসময় ছিনতাইকারীরা অনেক দূরে চলে গেছে।

এঘটনার আগে ওই এলাকায় মোটরসাইকেল সহ একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ অবস্থায় ওই সড়কে স্থায়ী পুলিশ ক্যাম্প দাবি জানিয়ে আসছিল এলাকাবাসি।
বাগেরহাট সদর থানার ওসি (তদন্ত) আবু জিহাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আইনী প্রক্রিয়া চলছে।

About ইনফো ডেস্ক