মংলার শেলা নদীতে তেলবাহী কার্গো জাহাজে হামলা, লুটপাট ও জাহাজ ডুবিয়ে দেয়ার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, খুলনার পদ্মা অয়েল ডিপো থেকে ২ লাখ ৮৮ হাজার লিটার ফার্নিস অয়েল নিয়ে কার্গো জাহাজ নাজমানাহার-১ মঙ্গলবার রাতে গোপালগঞ্জের একটি পাওয়ার প্লান্টে যাওয়ার পথিমধ্যে মংলার শেলা নদীতে অবস্থান নেয়। জাহাজের স্টাফরা দুর্বৃত্তদের সাথে আতাত করে মঙ্গলবার গভীর রাতে জাহাজের সকল জ্বালানী তেল চুরি করে বিক্রি ও জাহাজটি নদীতে ডুবিয়ে দেয়।
বৃহস্পতিবার এ ঘটনায় অজ্ঞাত নামা আসামী করে মংলা থানায় মামলা দায়ের করেছে জাহাজ কোম্পানী নাজমা নাহার ট্রেডিং করপোরেশনের ম্যানেজার মো: কামাল হোসেন।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কার্গো জাহাজের স্টাফ হাসান আলী, কাজী নজরুল ইসলাম, জুলহাস ও আব্বাস আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এদিকে জাহাজে হামলা, লুটপাট ও জাহাজ ডুবির ঘটনার দিন নিখোজ হওয়া কার্গো ড্রাইভার নিলুর সন্ধান এখনও পর্যন্ত পাওয়া যায়নি।