শিশুসাংবাদিক মেহেদি হাসান পেল সমাজসেবা অধিদপ্তরের হুইল চেয়ার উপহার।
গত বৃহষ্পতিবার কুরিয়ারযোগে সমাজসেবা অধিদপ্তরের পাঠানো হুইল চেয়ারটি বুঝে নেন মেহেদীর বাবা শেখ দেলোয়ার হোসেন।
মেহেদী বাগেরহাটের কচুয়া উপজেলার রাঢ়িপাড়া গ্রামের শেখ দেলোয়ার হোসেনের ছেলে এবং গোয়ালমাঠ রশিকলাল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। এছাড়া সে বাগেরহাটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইউনিসেফের নির্বাচিত শিশু সাংবাদিক।
মেহেদীর মা মমতাজ বেগম বলেন, তাদের প্রথম সন্তান মেহেদীর জন্ম থেকেই বাম পাটি বাঁকা। বাড়ি থেকে প্রায় আধমাইল দূরে রাঢ়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন কোলে করে তাকে পৌঁছে দিতে হতো। এভাবে চলেছে পঞ্চম শ্রেণি পর্যন্ত।
এরপর বাড়ি থেকে এক কিলোমিটার দূরে উপজেলার গোয়ালমাঠ রশিকলাল মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করা হয়। মাধ্যমিক বিদ্যালয়ে ওঠার পর থেকে আর কোলে করে স্কুলে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। তাই প্রতিদিন ভ্যানরিকশায় তুলে দেয়া হতো। তাই হুইল চেয়ারটি পেয়ে পরিবারের সবাই খুব খুশি বলে মেহেদীর মা জানান।
বাবা শেখ দেলোয়ার হোসেন জানান, তিনি একজন দিনমজুর। তার ছেলেটি খুব মেধাবী। এ পর্যন্ত সব শ্রেণিতে সে প্রথম হয়েছে। পঞ্চম শ্রেণিতে বৃত্তি পেয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহযোগিতায় হুইল চেয়ারসহ বিভিন্ন সাহায্য পাওয়ায় তাদের মনোবল অনেক বেড়ে গেছে। তার ছেলেকে আর অন্যের সাহায্যে স্কুলে যেতে হবে না বলে তিনি জানান।
মেহেদী হাসান বলে, আমাকে এতদিন স্কুলে যেতে হত ভ্যানরিকশায়। এখন থেকে হুইল চেয়ারে চড়ে একা যেতে পারব। এটা ভেবে আমি আনন্দিত।
মেহেদী আরো বলে, “প্রতিবন্ধীরা যে সমাজের বিছিন্ন কেউ না। এ সহায়তা আমার পথ চলার শক্তি বাড়িয়ে দিয়েছে। বিডিনিউজ ও ইউনিসেফের শিশু সাংবাদিক কার্যক্রমের কাছে আমি চিরকৃতজ্ঞ।”
উল্লেখ, গত মাসে বাংলাদেশের শিশু সংবাদিক দের প্রথম সাইট hello.bdnews24.com উদ্ভোধনের সময় ঢাকায় তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু ও সমাজ কাল্যান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মেহেদিকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।