ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে বাগেরহাটবাসী।
সকালে নববর্ষ উপলক্ষে বাগেরহাট স্টেডিয়াম থেকে শুরু হয় এক বর্ণাঢ্য র্যালি। র্যালিতে মঙ্গল শোভাযাত্রার সাজে অংশ নেয় শহরের বিভিন শিকক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বাঙালি সাজে, বাঙালি ঢ়ংয়ে উৎসবের এ আয়জনকে রঙিন করে তোলে এসব শিক্ষার্থীরা। তাদের বর্ণিল সাজ-সজ্জা আর প্রানবন্ত উৎসাচে রঙিন চারপাশ জানান দিচ্ছিল নতুনের বার্তা।
শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে হাতী নিয়ে এ শোভায়াত্রা জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে ৭ দিনব্যাপী বৈশাখী মেলার হয়ে স্বাধীনতা উদ্দানে গিয়ে শেষ হয়। এর ফাঁকে ফিতা কেটে বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ ডা. মোজাম্মেল হোসেন এমপি।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক মু. শুকুর আলী, পুলিশ সুপার খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হক খান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো. ওবায়দুল রহমানসহ সর্বস্তরের শ্রেণীপেশার নেতারা।
এদিকে বর্ষবরণ ১৪২০ উপলক্ষে মেলা চলাকালিন প্রতিদিন সন্ধায় স্বাধীনতা উদ্দানের বিজয় মঞ্চে সাংকৃতিক অনুষ্ঠানের আয়াজন করেছে জেলা প্রশাসন ও বাগেরহাট সংকৃতিক ফাউন্ডেশন।
এছাড়া নানা সামাজিক-সংকৃতিক প্রতিষ্ঠান আয়াজন করেছে নানা অনুষ্ঠানের।
এদিকে বৈশাখের সাথে মিশে থাকা বাঙালি ঐতিহ্য হালখাতা চোখে পড়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠারে। এই বিশেষ দিনে সকলকে রইল নববর্ষের শুভেচ্ছা ।