বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী পংকজ সরণ বলেছেন, ‘বাংলাদেশের সকল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ভারত সব সময় পাশে ছিল- ভবিষ্যতেও থাকবে।”
শুক্রবার বিকেলে সিডর বিধ্বস্ত বাগেরহাটের মোরেলগঞ্জে ভারত সরকারের দেয়া ২৮’শ পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ প্যানেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোরেলগঞ্জ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, “এখানকার মানুষের ব্যবহারে আমি মুগ্ধ, বাংলাদেশকে সোনার বাংলা গড়তে ভারত সবসময় আপনাদের পাশে থাকবে।”
“ভারতের বর্তমান রাষ্ট্রপ্রতি ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী শ্রী প্রণব মুখার্জি ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরের পর শরণখোলায় ক্ষতিগ্রস্তদের দেখতে আসেন ও ক্ষতিগ্রস্ত ১১টি গ্রামে ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ী ভারত সরকার ৩৬ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় দুই হাজর আটশ ঘর নির্মাণ করেছে।” এ সময় হাই কমিশনের ফাষ্ট সেক্রেটারী আর. মাছাকুই ও রনজিৎ কুমার রায় তার সাথে ছিলেন।
পৌরসভা মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভা মেয়র মনিরুল হক তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ওবায়দুর রহমান। সভা পরিচালনা করেন মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. আমিরুল আলম মিলন।
ভারত সরকারের দেয়া সৌর বিদ্যুৎ সুবিধা ভোগীদের সাথে আনুষ্ঠানিক আলোচনা বিদ্যুৎ প্যানেল হস্তন্তরের পূর্বে হাই কমিশনার শ্রী পংকজ সরণ পৌরসভার পরিদর্শন বইয়ে তার মন্তব্যসহকারে স্বাক্ষর করেন এবং সরেজমিনে এক সুবিধাভোগীর বাড়ী পরিদর্শন করেন।