মোরেলগঞ্জের কালিবাড়ি ও সন্ন্যাসী বাজার এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে লক্ষাধীক টাকার কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ উদ্ধার করেছে কোষ্ট গার্ড, বনবিভাগ ও পুলিশ।
বৃহস্পতিবার সকালে কোষ্টগার্ড শরণখোলা কন্টিনজেন্ট লিডার মোঃ আনিসুর রহমান, বনবিভাগ সন্ন্যাসী টহল ফাড়ির ওসি মোঃ সোয়েব খানের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে কালিবাড়ী এলাকা থেকে ৬০ঘন ফুট সুন্দরী কাঠ উদ্ধার করে।এদিকে, গত রাতে সন্ন্যাসী পুলিশ ফাঁড়ি আইসি এসআই আবুল বাসার অভিযান চালিয়ে সন্ন্যাসী বাজারের ব্যবসায়ী আবুল কালামের দোকান থেকে প্রায় ৫০ হাজার টাকার সুন্দরী কাঠের জালানী উদ্ধার করেছে।
দুটি অভিযানে উদ্ধার কৃত সুন্দর বনের খেকে কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠের মূল্য লক্ষাধীক টাকা বলে বনবিভাগ সূত্রে জানা গেছে।