ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবী, রিমান্ডে নিয়ে নির্যাতনের প্রতিবাদে হরতালে বাগেরহাট মহাসড়কে অবস্থান নিয়ে, গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে পিকেটাররা।
সকালে নেতাকর্মীরা বাগেরহাট-খুলনা মহাসড়কের মেগনিতলা ও বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাটের কাঠালতলা এলাকায় অবস্থান নিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এছাড়া বিভিন্ন স্থানে টায়ারে আগুন দিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা।
বাগেরহাট পুলিশ সুপার খোন্দকার রফিকুল ইসলাম দুপুরে সংবাদিকদের জানান, জেলার মোড়েলগঞ্জ উপজেলায় একটি পিকআপ ভ্যান ভাঙচুর করার সময় স্থানীয় লোকজন শিবিরের চার কর্মীকে মারপিট করে পুলিশে সোপর্দ করে। এছাড়া রামপালের ফয়লা এলাকায় পিকেটিংকালে শিবিরের দুই কর্মীকে পুলিশ আটক করে।
এছাড়া জেলার অন্য কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে নাশকতা এড়াতে বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
হরতালের কারনে শহরের অধিকাংশ দোকান পাট ছিল বন্ধ। দুরপাল্লার এবং জেলার অভ্যন্তরীণ রুটে ভারি কোনো যানবাহন চলাচল করেনি।